Alexa মেহেরপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি 

মেহেরপুরে কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি 

মেহেরপুর প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:১২ ২১ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেহেরপুর কালেক্টরেট সহকারী সমিতির কর্মকর্তা কর্মচারীরা। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে অফিসের সব কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা।

মেহেরপুর কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক আফতাব আলী বলেন, প্রধানমন্ত্রীর বার বার আশ্বাসের পরও তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দাবি মানা না হলে বুধবার কর্মবিরতি ও পরে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, আবদুর রহমান, যুগ্ম সম্পাদক জহীর উদ্দীনসহ কর্মকর্তা-কর্মচারীরা।  

ডেইলি বাংলাদেশ/এমকে