Alexa মেয়েকে উত্যক্ত করায় উত্যক্তকারীকে কোপালেন বাবা

মেয়েকে উত্যক্ত করায় উত্যক্তকারীকে কোপালেন বাবা

শরীয়তপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১৪ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১১:১৬ ২২ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের ডামুড্যায় মেয়েকে উত্যক্ত করায় উত্যক্তকারীকে কোপালেন বাবা। সোমবার রাতে ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউপির বড়নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মামুন বেপারী ওই গ্রামের জলিল বেপারীর ছেলে। এ ঘটনায় ওই মেয়ের বাবা ও চাচাকে আটক করেছে পুলিশ।

ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান জানান, পূর্ব ডামুড্যার ৭ নম্বর ওয়ার্ডের বড়নওগাঁ গ্রামে এক কিশোরীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও উত্যক্ত করতো ওই গ্রামের জলিল বেপারীর ছেলে মামুন বেপারী। সোমবার বিকেলে মামুন আবার তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তার বাবাকে বিষয়টি জানায়। 

পরে ওই বাবা মামুনের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে সাহেব আলী মামুন বেপারীর পেটে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় মামুনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস