Alexa মেডিকেলে ভর্তির জন্য ডিসির সহায়তা পেল মেধাবী নাসরিন

মেডিকেলে ভর্তির জন্য ডিসির সহায়তা পেল মেধাবী নাসরিন

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৩১ ২০ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া দরিদ্র ও মেধাবী নাসরিন জাহানকে ভর্তির টাকা প্রদান করেছেন দিনাজপুরের ডিসি। দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বুধবার সকাল সাড়ে ৮ টায় নাসরিন ও তার বাবার হাতে একটি চেক তুলে দেন।

নেত্রকোনা মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া নাসরিন জাহান দিনাজপুরের বিরলের ভুতিগাও গ্রামের নজরুল ইসলামের মেয়ে। 

এর আগে টাকার অভাবে মেডিকেল কলেজে নাসরিনের ভর্তি অনিশ্চিত এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দিনাজপুরের ডিসি নাসরিন জাহানের পরিবারের খোঁজ নিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য ১০ হাজার টাকা প্রদান করেন। 

তার সাফল্য কামনা করে ডিসি বলেন, নাসরিনের জন্য দোয়া রইলো। সে যেন একজন ভাল চিকিৎসক হয়ে ভাল মানুষ হিসাবে জনগণের সেবা করতে পারে। 
 

ডেইলি বাংলাদেশ/জেএস