Alexa মেঘনার মোহনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

মেঘনার মোহনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:৪০ ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:৩৪ ১৭ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের মেঘনার মোহনায় সিমেন্ট বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় পুরানবাজারের কাছে বড় স্টেশন মোলহেডের ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ সময় ট্রলারে থাকা তিন শ্রমিক ও মাঝি সাতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। তারা হলেন- বিল্লাল বেপারী, নাজমুল, মানিক।

স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জ শাহ সিমেন্টের কারখানা থেকে সাড়ে চার হাজার বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের বাগড়া বাজার যাওয়ার পথে মোলহেড এলাকায় ট্রলারটি উল্টে যায়।

স্থানীয় মাঝিরা জানায়, এই ট্রলারে তিন হাজারের বেশি মাল বহনের ধারণ ক্ষমতা নেই। কিন্তু তারা সাড়ে চার হাজার বস্তা নেয়ায় মোলহেডে প্রবেশের সময় স্রোতের তীব্রতায় ট্রলারটি উল্টে যায়।

ট্রলারের মালিক বিল্লাল বেপারী জানান, ঘূর্ণি স্রোতের কারণে ট্রলার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। স্রোতের কারণে সিমেন্টগুলো একপাশে কাত হয়ে গেলে ট্রলারটি উল্টে যায়। 

ডেইলি বাংলাদেশ/জেএস