Alexa মেঘনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

মেঘনায় নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৮ ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ১৮:৪১ ১৮ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- মো. আসলাম এবং আবদুল মান্নান। দুজনই বরগুনার বাসিন্দা। 

সোমবার বিকেল ও সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করেছে কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

গজারিয়া কোস্ট গার্ডের পেটি অফিসার আবদুস সামাদ জানান, বাল্কহেড ডুবির ঘটনায় রোববার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু হয়। সোমবার বিকেলে গজারিয়া লঞ্চ টার্মিনালের সামনে থেকে আসলাম এবং মান্নানের মরদেহ উদ্ধার করা হয়।

রোববার ভোরে গজারিয়া কোস্ট গার্ড স্টেশন সংলগ্ন মেঘনা নদীতে সদরঘাটগামী কীর্তনখোলা-২ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড নাদিয়া ডুবে যায়। এতে তিন শ্রমিক নিখোঁজ হন।

ডেইলি বাংলাদেশ/এআর