Alexa মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৮:৩৩ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৩:০৩ ৭ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মধ্যবর্তী চর কিশোরগঞ্জের কাছে ধলেশ্বরী ও মেঘনা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

শনিবার রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে সংঘর্ষের পর লঞ্চ দুটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। দুটি লঞ্চই ঢাকার সদরঘাটে এসে পৌঁছায়। 

নিহত হুমায়ন বন্দুকছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকার আব্দুলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম।

এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী একটি লঞ্চের সঙ্গে শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক চাঁদ-৪ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হন আরো বেশ কয়েকজন। সংঘর্ষের কারণে দুই লঞ্চ থেকে ছিটকে পড়ে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হচ্ছিল, তবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি নৌপুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ/আরএম