Alexa মেক্সিকো সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১১

মেক্সিকো সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:২১ ১৭ জানুয়ারি ২০২০  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকো-টেক্সাস সীমান্তের কাছে তামৌলিপাসে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ হামলাকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে তামৌলিপাসের মিহুয়েল আলেমান শহরে সেনারা টহল চালানোর সময় এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির তামৌলিপাস রাজ্যের কর্তৃপক্ষ। 

রাজ্যের সুরক্ষা সমন্বয়কারী গোষ্ঠীর প্রধান লুইস আলবার্তো রদ্রিগেজ বলেন,  মেক্সিকোর সীমান্ত এলাকায় সন্ত্রাসী কার্যক্রম সম্প্রতি বেড়ে গেছে। এ জন্য ওই অঞ্চলে সেনা টহল বাড়িয়েছে দেশটির সরকার। এ রকমই এক টহলরত অবস্থায় মিগুয়েল আলেমান জনপদের এক রাস্তায় সেনাবাহিনীর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় উভয় পক্ষের গোলাগুলিতে ১১ হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর ১১ জানুয়ারি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী একটি শহরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে ২১ জন নিহত হয়েছেন।

সূত্র: দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট

ডেইলি বাংলাদেশ/আরএএইচ