Alexa মেক্সিকোর প্রেসিডেন্ট বাসভবনের পাশে বন্দুক হামলায় নিহত ৪

মেক্সিকোর প্রেসিডেন্ট বাসভবনের পাশে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:১১ ৮ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকোর প্রেসিডেন্ট বাসভবনের পাশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই জন। 

শনিবার মেক্সিকোর ন্যাশনাল প্যালেসে বন্দুক হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার সময় দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবারদর মেক্সিকোর বাইরে সফরে ছিলেন। খবর- রয়টার্স'র 

মেক্সিকোর পুলিশ জানিয়েছে প্রাথমিক প্রতিবেদন অনুসারে অস্ত্র সহ এক ব্যক্তি প্যালেসের পাশের ছোট গলির একটি ভবনে ঢুকে যায়। যখন দু'জন ব্যক্তি তাকে অনুসরণ করে সেই ভবনে যায় বন্দুকধারী ব্যক্তিটি একটি বন্দুক বের করে গুলি ছুড়তে শুরু করে।

পুলিশ সেখানে পৌঁছে চার ব্যক্তিকে গুলিতে ক্ষত হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় পায়। তাৎক্ষনিকভাবে তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

পুলিশ জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে দু'জনসহ বন্দুকধারীকে তখনই মৃত ঘোষণা করে ডাক্তার। বাকি দু'জনকে হাসপাতালে নেয়ার সময় একজন পথেই মারা যায়। নিরাপত্তার জন্য ঘটনাস্থলে দ্রুতভাবে প্রায় শতাধিক পুলিশ রাস্তায় নামানো হয়। 

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ