মেক্সিকান ৮ ফুটবলার করোনায় আক্রান্ত
স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০২:৪৩ ২২ মে ২০২০ আপডেট: ০৩:২৩ ২২ মে ২০২০

মেক্সিকান ফুটবলার
মেক্সিকোর শীর্ষ সারির ক্লাব সান্তোসের আট ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ক্লাবটি এ তথ্য নিশ্চিত করেছে।
সান্তোস লাগুনার মালিক আলেজান্দ্রো ইরারোগোরি জানিয়েছেন, খবর আরো বাজে হতে পারে। কারণ মাত্র ২২টি পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। ফুটবলার ও কোচ মিলিয়ে পরীক্ষা হয়েছে মোট ৪৮টি।
ক্লাব ও লিগা এমএস কর্তৃপক্ষ অবশ্য আক্রান্তদের পরিচয় জানায় নি। তবে জানা গেছে, তাদের শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। স্বাস্থ্যবিধি মেনে আক্রান্ত সবাইকে এখন থাকতে হবে কোয়ারেন্টিনে।
কোভিড-১৯ মহামারীর লকডাউনে দুই মাস স্থগিত থাকার পর এখন অনিশ্চিত হয়ে পড়েছে মেক্সিকোর মাঠে ফুটবলের প্রত্যাবর্তনের সম্ভাবনা।
ডেইলি বাংলাদেশ/আরএ