Alexa মুহূর্তেই ভাঙেন বেসবল ব্যাট, লোহার রড!

মুহূর্তেই ভাঙেন বেসবল ব্যাট, লোহার রড!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৩ ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:০৯ ৯ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অকল্পনীয় শক্তি তার। বেসবল ব্যাট, লোহার রড দুই হাতের জোরে মুহূর্তেই ভেঙে দিতে পারেন। তার অভাবনীয় এই শক্তির কারণে কেউ কেউ তাকে হারকিউলিস নামে ডেকে থাকেন। এরই মধ্যে নাম লিখেয়েছেন গিনেজ বুকে।

ভারতের ছত্তিশগড়ের রায়পুরের এই বাসিন্দার নাম মনোজ চোপড়া। তিনি ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। দেশব্যাপী এখন হারকিউলিস নামেই পরিচিত। তার আরো একটি নাম রয়েছে, ‘ছত্তিশগড় জায়ান্ট’।

মনোজের শুরু ছোটবেলা থেকেই। ১৯৮৬ সালে মাত্র ১৬ বছর বয়সে রায়পুরের মেল বিউটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন। তার উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি, ওজন ১৫৫ কিলোগ্রাম।

বছরখানেক আগের কথা। ডব্লিউডব্লিউই ভারতে ট্যালেন্ট হান্ট করতে এসেছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়েন মনোজ। ডব্লিউডব্লিউই-এর পক্ষ থেকে তাকে আমেরিকায় পাঠানো হয় কুস্তির কৌশল শেখার জন্য। সেই থেকে আর পেছনে ফিরে তাকাননি।

ডব্লিউডব্লিউই তাকে ১৮ মাস ধরে লসঅ্যাঞ্জেলসে প্রশিক্ষণ দেয়। সেই সময়ে মনোজ কখনো গ্যাস স্টেশন, গাড়ি-টয়লেট পরিষ্কার করে উপার্জন করেছেন। কিন্তু এভাবে আর চালাতে পারছিলেন না তিনি। ফলে বাধ্য হয়েই ডব্লিউডব্লিউই-এর প্রশিক্ষণ মাঝরাস্তায় ফেলে রেখে ভারতে ফিরে আসেন। শুরু হয় নতুন জীবন।

বর্তমানে শুধু ভারতেরই নয়, এশিয়ার মধ্যেও সবচেয়ে শক্তিশালী পুরুষ মনোজ। বিশ্বে শক্তিশালীর তালিকার ১৪ নম্বরে রয়েছেন। পেশায় এক সময় ব্যবসায়ী ছিলেন মনোজ। তবে লোকসানের কবলে পড়ে তা আর নেই। এখন শক্তি প্রদর্শনই মনোজের পেশা।

ব্যাঙ্গালুরুর একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন তিনি। ৬টা গাড়ি ছিল তার। হঠাৎই তার সব গাড়ি একসঙ্গে খারাপ হতে শুরু করে। এর প্রভাব পড়ে ব্যবসায়। এতটাই খারাপ প্রভাব পড়েছিল যে, ব্যবসা একেবারেই ডুবে যায়। এতে প্রচণ্ড হতাশ হয়ে পড়েন তিনি। সন্দেহবশত ব্যবসার এক প্রতিদ্বন্দ্বীকে মারধর করে জেলেও যান।

বর্তমানে ভারতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনোজ। এমন কিছু বোধহয় নেই, যা তিনি ভাঙতে পারবেন না! ভারতে তিন হাজারের বেশি শো করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশেও অসংখ্যবার শো করেছেন মনোজ।

ডেইলি বাংলাদেশ/জেডআর