Alexa মুম্বাইয়ের জন্মান্ধ কুকুরের আশ্রয়স্থল হলো আমেরিকায়

মুম্বাইয়ের জন্মান্ধ কুকুরের আশ্রয়স্থল হলো আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১১:১১ ১৫ মে ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ানো এক অন্ধ কুকুরের এবার আশ্রয় হলো আমেরিকায়। সেই অন্ধ কুকুরের নাম মেহর। তার চোখের দৃষ্টি না থাকলেও ঘ্রাণশক্তি ছিলো প্রবল। তার জোরেই হাজার প্রতিকূলতার মাঝেও টিকে ছিলো সে। 

এবার মেহরের নতুন ঠিকানা হলো আমেরিকা। দেশটির উত্তর ভার্জিনিয়ার এক পশুপ্রমেী দম্পতি সম্প্রতি মুম্বইয়ের রাস্তার এই কুকুরটিকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন। 

বৃহস্পতিবারই আমেরিকা উড়ে যাবে মেহর। তার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর দিন শেষ। অবশেষে নিজস্ব একটা আশ্রয় খুঁজে পেল জন্মান্ধ কুকুর। আমেরিকার পেটি ও জিল পেট্রিল তাকে দত্তক নিয়েছেন। মেহরের জন্য ঘর খুঁজতে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালান পশুপ্রেমী বীনিত কালগুটকর। তার ইনস্টাগ্রাম পোস্টের জেরেই মেহর সম্পর্কে জানতে পারেন পেট্রিলরা। তারপরেই তাকে দত্তক নেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন তারা। 

দেশি কুকুরই পোষ্য হিসেবে সেরা বলে জানাচ্ছেন তিনি। দেশি কুকুরের স্বাস্থ্য অন্য অনেক পেডিগ্রির থেকে ভালো হয় বলে তিনি জানিয়েছেন। মানসিকভাবেও এরা অনেক বেশি তরতাজা হয়। সেই কারণে পোষ্য হিসেবে দেশি কুকুরের জবাব নেই বলে মত পশুপ্রেমী বীনিত কালগুটকরের। 

ডেইলি বাংলাদেশ/টিএএস