Alexa মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:৪৮ ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ১৫:২০ ১১ ফেব্রুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গজারিয়ার ভবেরচর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান, তার স্ত্রী জেসমিন সুলতানা, প্রাইভেটকার চালক আব্দুল্লাহ সরকার।

গুরুতর আহত অজ্ঞাতনামা এক নারীকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা পাঠানো হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

ফাঁড়ির এসআই বিল্লাল হোসেন বলেন, ঢাকাগামী কাভার্ডভ্যানটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন এবং প্রাইভেটকারের চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যান। অপর এক নারী গুরুতর আহত হন। 

প্রাইভেটকার ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। মরদেহ ভবের চর ফাঁড়িতে রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস