মুজিবনগরে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:২৩ ২৪ জানুয়ারি ২০২০

ছবি : ডেইলি বাংলাদেশ
মেহেরপুরের মুজিবনগরে শুক্রবার বিকেলে পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদুল হাসান ও নিরুপমা রায় পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আজগর আলীর ছেলে হাশেম আলীকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অপরাধে উপজেলার কোমরপুর বাজারের আব্দুল কাদেরের ছেলে উজ্জ্বল হোসেনের কাছ থেকে পাঁচ হাজার টাকা ও ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদ হোসেনের কাছ থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদুল হাসান ও নিরুপমা রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি বাংলাদেশ/জেএইচ