Alexa মুক্তিযোদ্ধা গাজী শহীদুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা গাজী শহীদুলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২২:২১ ৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২২:৫৯ ৪ ডিসেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদরের মাছুমপুর উত্তরপাড়ায় মুক্তিযোদ্ধা গাজী শহীদুল ইসলাম শহীদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি মারা যান। 

দুপুরে প্রথমে মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশের একটি চৌকস দ সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করে। জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান, সাবেক জেলা কমান্ডার মো. সোহরাব আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও জেলা পুলিশ সদস্যরা। শহীদ মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডেইলি বাংলাদেশ/আরএম