Alexa মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন মারা গেছেন

মুক্তিযোদ্ধা কমান্ডার রমিজ উদ্দিন মারা গেছেন

গাজীপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫২ ২৮ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা ফাইন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি জটিল রোগে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রমিজ উদ্দিন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও যুদ্ধের সময় ইউনিট কমান্ডার ছিলেন।

তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, ডিসি এসএম তরিকুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০ টায় নিজ গ্রাম নগরীর হাড়িনাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হবে।

ডেইলি বাংলাদেশ/এমআর