Alexa মুকসুদপুরে চোলাই মদসহ শ্বশুর-স্বামী ও গৃহবধূ আটক 

মুকসুদপুরে চোলাই মদসহ শ্বশুর-স্বামী ও গৃহবধূ আটক 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪১ ১২ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরের গোয়ালগ্রামে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ শ্বশুর-স্বামী ও গৃহবধূকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে কাশালিয়া ইউপির গোয়ালগ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, শ্বশুর নির্মল শিকদার, স্বামী উজ্জাল শিকদার গৃহবধূ নুপুর শিকদার। 

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, গোপন সংবাদের ভিক্তিতে মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাশালিয়ার গোয়ালগ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয় তৈরি পাঁচ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তাদের তিনজনকে আটক করা হয়। 

তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস