মীরসরাই আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ভূঁইয়া
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২২:২৩ ১৬ নভেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর পরিচালনায় এর উদ্বোধন করেন মহানগর উত্তর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সাালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর