Alexa মিস থেকে ‘মিসেস’ লরেন্স!

মিস থেকে ‘মিসেস’ লরেন্স!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০৪ ২১ অক্টোবর ২০১৯  

জেনিফার লরেন্স এবং স্বামী কুক মেরোনি

জেনিফার লরেন্স এবং স্বামী কুক মেরোনি

বিয়ে করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। আর্ট গ্যালারির কর্মকর্তা ও প্রেমিক কুক মেরোনিকে বিয়ে ২৯ বছর বয়সী এ অভিনেত্রী।

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের বিলাসবহুল ম্যানসনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। এসময় অভিনেত্রীর পরণে ছিলো ডিওরের গাউন।

অনুষ্ঠানে সিয়েনা মিলার, সঙ্গীতশিল্পী অ্যাডেলে, অভিনেত্রী এমা স্টোন, অ্যামি শুমার ও ক্রিস জেনারসহ ১৫০ অতিথি উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস