Alexa মির্জাপুর হানাদার মুক্ত দিবস আজ

মির্জাপুর হানাদার মুক্ত দিবস আজ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৯ ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১২:১১ ১৩ ডিসেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ১৩ ডিসেম্বর। টাঙ্গাইলের মির্জাপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে উপজেলাটি হানাদার মুক্ত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার মির্জাপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। এছাড়া সন্ধ্যায় শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা হবে।
 
মুক্তিযুদ্ধ চলার সময় ৩ এপ্রিল পাক হানাদারদের কবলে পড়ে মির্জাপুর। এরপর ৭ মে পাক বাহিনী ও তাদের দোসররা প্রথম গণহত্যা চালায়। তখন শহীদ হন কুমুদিনী কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহাসহ ৩১ নিরপরাধ বাঙালি। 

এরপর উপজেলা সদর, বাশঁতৈল নয়াপড়া, হিলড়া, রামপুর ও পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর একাধিক স্থানে সম্মুখ যুদ্ধ হয়। কাদেরীয়া বাহিনীর কমান্ডার শাহ আজাদ কামাল জিহাদী, ফেরদৌস আলম রঞ্জু, একই বাহিনীর ৪৫নং কমান্ডার মঞ্জুর কাদের শাজাহানের নেতৃত্বে ১৩ ডিসেম্বর এ উপজেলা হানাদার মুক্ত হয়। যার টুআইসি ছিলেন এমপি একাব্বর হোসেন। এছাড়া মিত্র বাহিনীর সদস্যরাও সহযোগিতা করে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ