Alexa মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

মিয়ানমার সেনাপ্রধানের ফেসবুক অ্যাকাউন্ট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:০২ ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৩:৩৪ ১১ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংসহ পাঁচজন পদস্থ সেনা কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট বাতিল করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত বছর রাখাইনে 'গণহত্যা' ও রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতায় মিয়ানমারের সেনাবাহিনীর ভূমিকা জাতিসংঘের এক রিপোর্টে উঠে আসার পরই ফেসবুক ওই সেনা কর্মকর্তাদের অ্যাকাউন্ট বাতিল করে দেয়।

এমনকি মিয়ানমারের সঙ্গে সম্পর্কিত আঠারটি অ্যাকাউন্ট ও বায়ান্নটি পেজ সরিয়ে ফেলে ফেসবুক। অথচ এদের অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি বিশ লাখ।

প্রথমবারের মতো ফেসবুক কোনো দেশের সামরিক বা রাজনৈতিক নেতৃত্বদের নিষিদ্ধ করল বলে জানিয়েছে ফেসবুকের মুখপাত্র রুচিকা বুধরাজ।

এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, নিষিদ্ধ অন্য পেজগুলোর মতো সেনাপ্রধানের পেজও জাতিগত ও ধর্মীয় উত্তেজনাকে উস্কে দিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মিয়ানমার সেনাপ্রধানের দুটি ফেসবুক অ্যাকাউন্ট ছিল। একটি অ্যাকাউন্টে অনুসারী ছিলো তের লাখ আর অন্যটি অনুসরণ করছিলেন ২৮ লাখ।

বর্তমানে ফেসবুক হলো সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কিন্তু মিয়ানমার এই ফেসবুককেই ঘৃনিত কাজের মাধ্যম হিসেবে ব্যবহার করছে।

সূত্র: বিবিসি

ডেইলি বাংলাদেশ/আরএএইচ