Alexa মিথিলার বিয়ের রাতে তাহসানের ফেসবুক স্ট্যাটাস

মিথিলার বিয়ের রাতে তাহসানের ফেসবুক স্ট্যাটাস

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:২০ ৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২০:৩১ ৭ ডিসেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দুই বাংলার দুই তারকা মিথিলা ও সৃজিত মুর্খাজি। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার লেক গার্ডেনসের সৃজিতের বাড়িতে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

বিয়েতে মিথিলা পরেছিলেন লাল টকটকে জামদানি আর সৃজিতের গায়ে ছিল কালো রঙের পাঞ্জাবির সঙ্গে লাল রঙের জহর কোট।

এদিকে মিথিলার বিয়ের রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেইজে একটি নাটকের লিংক দিয়ে ছোট একটি স্ট্যাটাসও দিয়েছেন জনপ্রিয় গায়ক তাহসান খান।

‘কল্পতরু’নাটকের ইউটিউব লিংক ভক্তদের সঙ্গে শেয়ার করে ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘কাজ দিয়েই বেঁচে থাকতে চাই।’

নাটকটি তাহসানের শততম নাটক। মাবরুর রশিদ বান্নাহ্ পরিচালিত এই নাটকে তাহসানের সঙ্গে অভিনয় করেছেন শাইলা সাবি। মাসুদ উল হাসানের সার্বিক তত্ত্বাবধানে নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। ভক্তদের পাঠানো গল্প নিয়ে নির্মিত হয়েছে এই একক নাটক। 

এর আগে সৃজিত-মিথিলার প্রেমের খবর যখন ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তখন রাজধানীর বেইলি রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানটি গেয়ে আবেগে ভেসেছিলেন তাহসান। ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ গানের এই লাইন দুটো গেয়ে শ্রোতাদেরও মন খারাপ করে দিয়েছিলেন।

মিথিলা ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী তাহসান খানকে। টানা ১১ বছর সংসার করেছেন তারা। ২০১৭ সালের ২০ জুলাই তাদের বিচ্ছেদ হয় । তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে