Alexa মিথিলাকে ‘অন্য মেয়ের’ নামে ডাকলেন সৃজিত!

মিথিলাকে ‘অন্য মেয়ের’ নামে ডাকলেন সৃজিত!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:২৩ ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১০:০৯ ১০ ডিসেম্বর ২০১৯

সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা

সৃজিত-মিথিলা। গত শুক্রবারই সাতপাকে বাঁধা পড়েছেন তারা। আর পরের দিন, অর্থাৎ শনিবারেই মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ডে।

তবে উদ্দেশ্য শুধুই ‘হানিমুন’ নয়। ব্যক্তিগত দরকারের জন্যই মূলত সুইজারল্যান্ড ভ্রমণ।

জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডি রেজিস্ট্রেশন করবেন। আর সেই কারণেই মধুচন্দ্রিমার জন্য আল্পস ঘেরা ওই দেশকেই বেছে নিয়েছেন তারা। কাজটাও সারা হবে আবার একসঙ্গে কাটানোও যাবে বেশ কয়েকটা দিন।

সোমবার সেখানে পৌঁছে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। আর সেখানে ক্যাপশনে মিথিলাকে অন্য মেয়ের নামে ডাকলেন পরিচালক। ক্যাপশনে পরিচালক লিখেন, যা সিমরান যা, কারলে আপনি পিএইচডি।

এর পরেই নেটিজেনদের মধ্যে হাসির রোল। এসআরকে ফিভার থেকে তবে ছাড় পেলেন না পরিচালকও!

ব্লকবাস্টার হিট ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-তে অমরেশ পুরির সেই বিখ্যাত সংলাপ একবিংশ শতকেও লোকের মুখে মুখে। দুলহানিয়া তো এসে গিয়েছিলেন শুক্রবারেই, এবার ‘সিমরান’ মানে মিথিলা গেলেন পিএইচডি করতে।

ডেইলি বাংলাদেশ/টিএএস