Alexa মা-বাবার পা ধুয়ে দিয়ে মিষ্টি খাইয়ে দিল শিক্ষার্থীরা

মা-বাবার পা ধুয়ে দিয়ে মিষ্টি খাইয়ে দিল শিক্ষার্থীরা

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩২ ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ১৯:৩২ ১২ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পা ধুয়ে দিয়ে মা-বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাল মাদরাসা ও স্কুল শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন করে কুড়িগ্রামের উলিপুরের এম এ মডেল ইংলিশ ভার্সন স্কুল ও উলিপুর ইসলামীয়া ক্যাডেট মাদরাসা। 

শনিবার দুপুরে বিদ্যালয় চত্বরে মা-বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধাসহ মানবিক গুণাবলি সৃষ্টির লক্ষ্যে তাদের মা-বাবার পা ধুয়ে দিয়ে মিষ্টি খাইয়ে দেয় শিক্ষার্থীরা। 

এ সময় উপস্থিত ছিলেন, আপুয়ারখাতা নেছারিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাই সিদ্দিকী, প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল ইসলাম, মাওলানা মো. জুলফিকার আলী আনসারী, গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সিরাজুদ্দৌলা সিরাজ প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমকে