Alexa ‘মা-ছেলে এতিমের টাকা মেরে খেয়েছে’

‘মা-ছেলে এতিমের টাকা মেরে খেয়েছে’

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৬ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মা-ছেলে (খালেদা-তারেক) মিলে এতিমের টাকা মেরে খেয়েছে। শেখ হাসিনা দুর্নীতির জন্য নিজের দলের নেতাদেরও ক্ষমা করছেন না। বঙ্গবন্ধুর কন্যা ও স্বাধীনতা বিরোধীদের আশ্রয়দাতা খালেদার মধ্যে এটাই পার্থক্য।

রোববার বিকেলে জামালপুরের ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন তিনি।

মন্ত্রী বলেন, আগামী বছর থেকে মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ উপলক্ষে বোনাস পাবেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, এমপি মির্জা আজম, ফরিদুল হক খান ও ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন।

ডিসি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, অ্যাডিশনাল এসপি আবু সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের, পৌর মেয়র শেখ আব্দুল কাদের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুজ্জামান নুন্নু, কমান্ডার মানিকুল ইসলাম মানিক ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান, এসিল্যান্ড সুরাইয়া আক্তার প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমআর