Alexa মায়ের দেয়া কিডনিতে নতুন জীবন পেল সন্তান

মায়ের দেয়া কিডনিতে নতুন জীবন পেল সন্তান

ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:০২ ২১ জুন ২০১৯   আপডেট: ২১:০৮ ২১ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পৃথিবীতে মায়ের তুলনা হয় না। মা, মা-ই তার অন্য কোনো রুপ নেই। ছেলের জীবন বাঁচাতে সংযুক্ত আরব-আমিরাতে ছুটে গেলেন এক মা। ছেলেকে নিজের একটি কিডনিও দিয়েছেন তিনি। সেই মা হলেন মৌলভীবাজারের বড়লেখার পাখিয়ালা গ্রামের প্রবাসী ফখর উদ্দিনের স্ত্রী সালেহা বেগম।  

বুধবার সন্ধ্যায় একটি হাসপাতালে মায়ের দেয়া কিডনি ছেলের দেহে প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। 

বেলাল আহমদ ছয় বছর আগে আরব আমিরাতে তার বাবার সঙ্গে থাকেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। কিডনি ডায়ালাইসিস করেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা বেলালকে জানান তার দুটো কিডনি একেবারে অকেজো হয়ে পড়েছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

বেলালের দুটি কিডনি নষ্ট হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার মা সালেহা বেগম। এই অবস্থায় নিজের কথা চিন্তা না করে একটি কিডনি ছেলেকে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে ছেলের কিডনির সঙ্গে মিলে যাওয়ায় সম্প্রতি সালেহা বেগম সংযুক্ত আরব-আমিরাতে যান। 

বুধবার আমিরাতে আবুধাবি শেখ খলিফা হাসপাতালের চিকিৎসকরা মায়ের দেয়া একটি কিডনি ছেলের দেহে সফলভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

আমিরাত প্রবাসী বেলালের মামাতো ভাই মুহিবুর রহমান বলেন, বেলালের দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য বেলালের মা তাকে একটি কিডনি দেয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ রয়েছেন।

ডেইলি বাংলাদেশ/এমকে