Alexa খবর পড়ার সময় স্টুডিওতে মার সঙ্গে কথা বলল শিশু (ভিডিও)

খবর পড়ার সময় স্টুডিওতে মার সঙ্গে কথা বলল শিশু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৩৩ ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ২১:১৯ ১০ অক্টোবর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্টুডিওতে লাইভ বুলেটিন চলছিল। এক প্রতিনিধি খবর পড়ছিলেন। এর মধ্যেই তার শিশু ঢুকে পড়ল এমএসএনবিসি চ্যানেলের স্টুডিওতে। 

বুধবার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে। এটি এখন পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ দেখেছেন।

এদিনই এনবিসি নিউজের পেন্টাগন প্রতিনিধি কার্টনি কুব তার সেগমেন্টের লাইভ বুলটিনে ছিলেন। সেই সময় তার ছেলে ঢুকে পড়ে স্টুডিওতে। কাছে এসে হাত বাড়িয়ে মাকে কিছু বলতে চায়।

কার্টনি লাইভে থাকায় প্রথমে ছেলের আবদার উপেক্ষা করার চেষ্টা করছিলেন। বারবার ছেলেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু কোন লাভ হয়নি। মায়ের কাছ থেকে যেতে চাইছিল না ছেলে। 

ফলে তাকে স্ক্রিন থেকে সরানোর প্রয়োজন হয়েছিল। তাই কিছুক্ষণের জন্য তাকে স্ক্রিন থেকে সরিয়ে চালিয়ে দেয়া হয় অন্য ভিজ্যুয়াল। এরপর পুনরায় কার্টনিকে স্ক্রিনে ফেরানো হয়।

বুধবারের এই ঘটনার ভিডিওটি এমএসএনবিসি-র ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। এটিতে অনেকেই লাইক, শেয়ার ও কমেন্ট করেছেন।

ভিডিওটি দেখতে এখানে  ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/জেডআর