Alexa মাশরাফী কন্যা হুমায়রার প্রথম রোজা

মাশরাফী কন্যা হুমায়রার প্রথম রোজা

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৪:০৫ ২২ মে ২০১৯   আপডেট: ০৪:১১ ২২ মে ২০১৯

জীবনের প্রথম রোজা পালন করেছে মাশরাফী বিন মোর্ত্তজার আট বছর বয়সী শিশুকন্যা হুমায়রা। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এ বিষয়টি জানিয়েছেন মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি।

নিজের ফেসবুক টাইমলাইনে শনিবার হুমায়রার ইফতারের আগ মুহূর্তের ছবি পোস্ট করেন মাশরাফীর স্ত্রী। সুমির পোস্ট করা ছবিতে দেখা যায়, ইফতারি সামনে নিয়ে বসে আছে ছোট্ট হুমায়রা।

ছবির ক্যাপশনে সুমি লেখেন, হুমায়রার জীবনে আজ প্রথম রোজা রেখে ইফতার করছে। আলহামদুলিল্লাহ।

২০০৬ সালের ৭ সেপ্টেম্বরে নড়াইলের চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমিকে বিয়ে করেন মাশরাফী বিন মোর্ত্তজা।

২০১১ সালের ১৮ মার্চ মাশরাফী ও সুমনা দম্পতির ঘর আলো করে জন্ম নেয় হুমায়রা মোর্ত্তজা।

গেল ২৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করে মাশরাফীর মেয়ে হুমায়রা মোর্ত্তজা। তার তিলাওয়াতে মুগ্ধ হয়ে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন আহলুল হুফফাজ ফাউন্ডেশন সভাপতি।

ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics