Alexa মাশরাফীর বাবা অসুস্থ, সিএমএইচে ভর্তি

মাশরাফীর বাবা অসুস্থ, সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০১:০২ ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০১:৫০ ১২ অক্টোবর ২০১৯

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোস্তাফা স্বপন অসুস্থ হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যদিও পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে সিরিয়াস কিছু নয়। নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. মশিয়ার রহমান বাবু বলেন, মাশরাফীর বাবা বুকের ডান পাশের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। নড়াইল সদর হাসপাতালের কয়েকজন ডাক্তার বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তিনি শঙ্কামুক্ত আছেন। তারপরও বিষয়টি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে যশোরের সিএমএইচ এ পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ