Alexa মালয়েশিয়ায় বাস খাদে, পাঁচ বাংলাদেশিসহ নিহত ১১

মালয়েশিয়ায় বাস খাদে, পাঁচ বাংলাদেশিসহ নিহত ১১

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:১৪ ৮ এপ্রিল ২০১৯   আপডেট: ১২:০১ ৮ এপ্রিল ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়েছেন। 

রোববার একেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জালান এস ৮ পেকেলিলিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বাংলাদেশিরা হলেন- রাজীব মুন্সি, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ মোমিন, আল আমিন, ও গোলাম মোস্তফা। 

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন। বাসটি নীলাই, নেগরি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। তারা এমএএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। পরে সার্ডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত ১১টার দিকে এই ঘটনায় গুরুতর আহত এক বিদেশি ও স্থানীয় বাস চালক মারা যান। আহতদের কাজাং, সার্ডাং ও পুত্রাজায়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ