Alexa মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মান্দা (নওগাঁ) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৩ ১৮ অক্টোবর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর মান্দার কুসুম্বা মসজিদের প্রবেশ দ্বারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফাস্ট ফুডের দোকান ‘মা স্টোর’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

শুক্রবার দুপুরে এ জরিমানা করেন মান্দার ইউএনও আব্দুল হালিম।

ইউএনও আব্দুল হালিম জানান, ‘মা স্টোর’র মালিক আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেন। অনেকবার অভিযানে তাকে বারবার হুঁশিয়ারি দেয়া হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে অতিরিক্ত মূল্য নেয়ার অনেক অভিযোগ রয়েছে। অতিরিক্ত মূল্যে পণ্য সামগ্রী বিক্রির দায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মান্দা থানার এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্স।

ডেইলি বাংলাদেশ/এমকেএ