Alexa মাছ-মানুষের অনন্য ভালোবাসার ভিডিও ভাইরাল

মাছ-মানুষের অনন্য ভালোবাসার ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২১:৩১ ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ২১:৪৬ ১১ ডিসেম্বর ২০১৯

ভিডিও থেকে নেয়া

ভিডিও থেকে নেয়া

লোকটির উপস্থিতি টের পেলেই মাছগুলো ছুটে আসে। হাতের ছোঁয়া পেলে আবার পানিতে হারিয়ে যায়। হঠাৎ একটি মাছের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন লোকটি, দিলেন কবরও।  এ ধরনের মাছ-মানুষের অনন্য ভালোবাসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, মাছকে আদর করছেন লোকটি। আবার কখনো তাদের সঙ্গে কথা বলছেন, হাসছেন, খাচ্ছেন, খাওয়াচ্ছেন।

একদিন তিনি দেখলেন, একটি মাছ বার বার তার দিকে ছুটে আসছে কিন্তু কোন খাবার খাচ্ছে না। লোকটি চিন্তায় পড়ে গেলেন। পরে তিনি বুঝতে পারলেন, মাছটি অসুস্থ। 

অসুস্থ মাছটিকে ফেলে যেতে পারেননি তিনি। দেখভালের জন্য সেখানেই  থাকার ব্যবস্থা করলেন। নিজের খাবার মাছের সঙ্গে ভাগ করে খেলেন। কখনো মনে হতে পারে তারা একে অপরের সঙ্গে কথা বলছেন!

অসুস্থ মাছটি বার বার তার দিকে ছুটে আসতে দেখে লোকটি চিন্তায় পড়ে গেলেন। ঘর থেকে বার বার উকি দিয়ে মাছটিকে দেখার চেষ্টা করছেন।     

একসময় লোকটি দেখেন অসুস্থ মাছটি মরে পানিতে ভাসছে। তিনি হাউমাউ করে কান্না শুরু করলেন।  

মাছটিকে সযত্নে তুলে নিলেন। অদূরে মাছটিকে কবর দিয়ে কাছের কাউকে হারানোর মতো লোকটি অঝোরে কাঁদলেন।

ভিডিও দেখুন>>>

ডেইলি বাংলাদেশ/এমএইচ