Alexa মানিকগঞ্জে প্লাস্টিকের বস্তার ভেতর সাত অস্ত্র-২২৫ রাউন্ড গুলি

মানিকগঞ্জে প্লাস্টিকের বস্তার ভেতর সাত অস্ত্র-২২৫ রাউন্ড গুলি

মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:২৫ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে বৃহস্পতিবার দুপুরে সাতটি আগ্নেয়াস্ত্র ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সদর উপজেলার গড়পাড়া ইউপির ঘোনা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম জানান, গড়পাড়ার ঘোনা খালে মাছ ধরার সময় স্থানীয় আদম আলীর ছেলে সাইফুল ইসলাম খালের পানিতে প্লাস্টিকের বস্তার ভেতরে আগ্নেয়াস্ত্র ও গুলি দেখতে পায়। পরে সে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে অবহিত করে। পরে চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৫টি রিভলভার, ২২৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করি।

এসপি আরো জানান, পিস্তল ও গুলি কয়েক বছরের পুরনো। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় অ্যাডিশনাল এসপি (প্রশাসন ও অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, সদর থানার ওসি রকিবুজ্জামান, ওসি (তদন্ত) হানিফ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/জেএইচ