Alexa ‘মানবতার দুয়ার’ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ 

‘মানবতার দুয়ার’ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ 

নকলা (শেরপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০০:১১ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:৫২ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় ‘মানবতার দুয়ার’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। 

‘গাছ মানুষের পরম বন্ধু; আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’-এ স্লোগানে শুক্রবার বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউপির ভুরদী খন্দকারপাড়া এলাকার গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সংগঠনের সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সোহেল, কোষাধ্যক্ষ এইচ এম শেখ ফরিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং মানবতার দুয়ার সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপজেলার একশ প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের কাজ হাতে নিয়েছি। এ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়। 

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ এইচ এম শেখ ফরিদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৭ মার্চ। তাই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে ১৭ টি করে চারা রোপণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকে