Alexa মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৩০ ১৪ ফেব্রুয়ারি ২০২০  

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারে 'আদর' নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে জাহাঙ্গীর মিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে উপজেলার এনাম মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে ওই যুবকের মরদেহ ফেলে যায় মাদক নিরাময় কেন্দ্রের কর্তৃপক্ষ। অভিযুক্ত 'আদর' মাদক নিরাময় কেন্দ্রটি সাভারের রেডিও কলোনির উত্তরা মার্কেটে অবস্থিত।

নিহত জাহাঙ্গীর ময়মনসিংহের বাসিন্দা হাফিজ উদ্দিনের ছেলে। তিনি সাভারের তালবাগ এলাকায় ভাড়া বাসায় থেকে বড় ভাইয়ের সঙ্গে ওই এলাকায় হোটেল ব্যবসা করতেন।

নিহতের ভাই মানিক জানান, মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীরকে গত বৃহস্পতিবার বিকেলে 'আদর' মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে রাতে ফোন করে তার শারীরিক অবস্থা জানতে চাইলে জানানো হয়, সে ভালো আছে। 

এরপর শুক্রবার সকালে বারবার ফোন করলেও আর সাড়া পাওয়া যায়নি। পরে দুপুর ১২টার দিকে ওই মাদক নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জাহাঙ্গীরের ভাই মানিককে দ্রুত এনাম মেডিকেলে যেতে বলেন। সেখানে জরুরি বিভাগে গিয়ে জাহাঙ্গীরের মরদেহ দেখতে পায় স্বজনরা। তবে ঘটনাস্থলে 'আদর' মাদক নিরাময় কেন্দ্রের কাউকে পাওয়া যায়নি।

নিহত জাহাঙ্গীরের স্ত্রীর ভাই মো. সাদেক বলেন, হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। তার সারা শরীরে মারের চিহ্ন আছে। ওই রিহ্যাবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান বলেন, একদিন আগেই জাহাঙ্গীরকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিহতের ঘাড়, চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
 

ডেইলি বাংলাদেশ/জেডআর