Alexa মাদক-কিশোর গ্যাং নির্মূলে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম

মাদক-কিশোর গ্যাং নির্মূলে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:০০ ১১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার ডিসি মো. হেলাল হোসেন বলেছেন, খুলনা শহরে কিশোর গ্যাং-মাদক প্রতিহত করতে শিক্ষার্থীদের নিয়ে চাইল্ড ইন্টিগ্রিটি ফোরাম গড়ে তোলা হবে। এ ফোরাম শিক্ষাপ্রতিষ্ঠানেগুলোতে উদ্দীপনামূলক কার্যক্রম চালাবে।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন তিনি।

ডিসি বলেন, শুধু আইন প্রয়োগে মাদক ও কিশোর গ্যাং নির্মূল করা যাবে না। এজন্য স্কুল পর্যায়ে সচেতনতা প্রয়োজন। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।

সভায় জানানো হয়, ১৩ নভেম্বর থেকে খুলনায় শুরু হচ্ছে শেখ রাসেল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টেনিস টুর্নামেন্ট। ২০টি দেশের ২১টি ক্লাবের ৬৫ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেবে। এরই মধ্যে আয়োজক কমিটি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ সময় সিভিল সার্জন ডা. এসএম আবদুর রাজ্জাক, এসপি এসএম শফিউল্লাহ, কেএমপি’র উপ-কমিশনার মো. এহসান শাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এআর