Alexa মাদকে ফেঁসে গেলেন ওসি!

মাদকে ফেঁসে গেলেন ওসি!

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:০৮ ১১ নভেম্বর ২০১৯   আপডেট: ২০:১৩ ১১ নভেম্বর ২০১৯

অভিযুক্ত শেখ গণি মিয়া

অভিযুক্ত শেখ গণি মিয়া

মাদকের সাথে সম্পৃক্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। রোববার রাতে ওই থানার আওতায় থাকা সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকে একই অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

চুয়াডাঙ্গা এসপি জাহিদুল ইসলাম জানান, শেখ গণি মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের বাধা না দেয়া, দায়িত্বে অবহেলার অভিযোগ, মাদকবিরোধী অভিযানে ব্যর্থতার প্রমাণ পাওয়া গেছে। এমনকি তার অধীনে থাকা পুলিশ সদস্যরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে ওসি গণিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এসপি জাহিদ আরো জানান, শুধু মাদক নয়, যেকোনো অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কোনো পুলিশ সদস্যকে ছাড় দেয়া হবে না।

ডেইলি বাংলাদেশ/এআর