Alexa মাত্র এক বছরের বাচ্চার উপর পাশবিক নির্যাতন (ভিডিও)

মাত্র এক বছরের বাচ্চার উপর পাশবিক নির্যাতন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ০৯:৫৩ ১৫ জুন ২০১৯   আপডেট: ১০:৩৯ ১৫ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শিশুটির বয়স মাত্র এক বছর। সেই বাচ্চাকে জামা কাপড় পরাচ্ছেন এক মহিলা। আর জামা কাপড় পারনোর সময় ওই মহিলা বাচ্চাটির সঙ্গে যা করেছেন, তা এখন নেট দুনিয়ায় ভাইরাল। 

ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে ওই মহিলার উপর রাগে ফেটে পড়ছেন সোশ্যাল অডিয়েন্সরা। এই ঘটনার জেরে ওই মহিলার কঠিন শাস্তির দাবি করছেন সবাই।

জামা পরার সময় এক বছরের শিশুকে এভাবে পেটানোর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়াতে। তবে ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ আটক করেছে ওই মহিলাকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জামা পরানোর জন্য বাচ্চাটিকে শোয়ালেন ওই মহিলা। তারপর জামা পরানোর পাশাপাশিই চলছে শিশুটির উপর পাশবিক নির্যাতন। জামা পরাতে পরাতেই বাচ্চাটির পেটে এক ঘুষি মারলেন। মার খেয়ে কেঁদেই চলেছে সেই বাচ্চাটি। কিন্তু মহিলার কোনো বিকার নেই। কান্না থামাতে আরো মারলেন তিনি। 

বাচ্চাকে মারের ধরন দেখে রেগে লাল সকলে। নেটিজেনরা বলছেন, পশুকেও এ ভাবে মারে না। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে ব্যক্তি এই ভিডিও করেছেন তাকে নিয়েও। তিনি কেন ওই মহিলাকে থামালেন না, সেই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে।

বাচ্চাটিকে মারার ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস