Alexa মাত্রাতিরিক্ত পারিশ্রমিক চান পূর্ণিমা!

মাত্রাতিরিক্ত পারিশ্রমিক চান পূর্ণিমা!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১৩ ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ১৬:৪০ ২৫ আগস্ট ২০১৯

পূর্ণিমা

পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমাকে দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। মাঝে বেশ কয়েক বছর নতুন ছবিতে যুক্ত হননি। গত বছর আবারো বিরতি কাটিয়ে ফিরেছেন। তার হাতে রয়েছে দুটি ছবি। তবে জানা গেছে, নতুন ছবির ক্ষেত্রে মাত্রাতিরিক্ত প্রারিশ্রমিক চাচ্ছেন এ অভিনেত্রী। সম্প্রতি পরিচালক পারভেজ আমিনের এমন মন্তব্য এমন করেছেন।

তিনি বলেন, আমার নতুন সিনেমায় কাজের জন্য পূর্ণিমাকে প্রস্তাব দিয়েছিলাম। তিনি অনেক বেশি পারিশ্রমিক চেয়েছেন। ফলে তাকে নিয়ে সিনেমা করার কথা আমাকে বাদ দিতে হয়েছে। পরবর্তীতে বাধ্য হয়ে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীকে নিচ্ছি এ সিনেমায়।

বিষয়টি নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমা বলেছেন, এ সিনেমার বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে কিনা বলতে পারছি না। তবে সম্প্রতি কারো সঙ্গে নতুন সিনেমার ব্যাপারে আমার কোনো কথা হয়নি। অনেক আগে কথা হয়ে থাকতে পারে, ভুলে গেছি।

এদিকে, বর্তমানে ‘গাঙচিল’ সিনেমার কাজ করছেন পূর্ণিমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। বর্তমানে নোয়াখালীতে এ সিনেমার দৃশ্যধারণ চলছে। তবে এবারের লটে অংশ নিচ্ছেন না ফেরদৌস ও পূর্ণিমা। 

ডেইলি বাংলাদেশ/এনএ