Alexa মাঠের মাঝেই ভারতীয় ক্রিকেটারকে গাপটিলের গালি, ভিডিও ভাইরাল

মাঠের মাঝেই ভারতীয় ক্রিকেটারকে গাপটিলের গালি, ভিডিও ভাইরাল

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৯:৫০ ২৮ জানুয়ারি ২০২০  

ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ যুবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ডের ক্রিকেটার মার্টিন গাপটিলও মোটামুটি পরিচিত। এমনিতে জাতি হিসেবে কিউইরা বরাবরই ভদ্র হিসেবে পরিচিত। তবে এবার মাঠের মাঝেই চাহালকে গালি দিয়েছেন গাপটিল। এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। রোববার অকল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ১৩২ রানে গুঁটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। এই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।

ম্যাচ শেষে মাঠেই ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে গল্প করছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। এ সময় ভারতীয় স্পিনার যুবেন্দ্র চাহাল তার দিকে এগিয়ে আসতেই গাপটিল বলে বসেন, ‘হে গা’। কিউই ব্যাটসম্যানের মুখে হিন্দিতে এমন গালিগালাজ শুনে হেসে ফেলেন চাহাল। গাপটিলকে বলেন, ক্যামেরা অন আছে।

এরপর অবশ্য আর এমন কিছু বলেননি গাপটিল। লাইভ টিভিতে চাহাল নিউজিল্যান্ড ওপেনারকে হিন্দিতেই প্রশ্ন করেন, কেমন লাগছে আপনার? গাপটিল বলেন, ইংরাজিতে জিজ্ঞেস কর। এভাবেই কিছুক্ষণ ধরে দুজনের মজাদার কথোপকথন চলতে থাকে। তবে গাপটিলের হিন্দিতে দেয়া সেই গালাগালির ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

মূলত দীর্ঘদিন যাবৎ আইপিএল খেলার সুবাদে টুকটাক হিন্দি শিখে ফেলেছেন গাপটিল। এছাড়া ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও দারুণ বন্ধুত্ব রয়েছে তার। দেশের মাটিতে ভারতীয়দের পেয়ে তাই মজা করেছেন গাপটিল।

ডেইলি বাংলাদেশ/এএল