Alexa মাঠেই দিবালাকে ‘কিস’ করলেন রোনালদো!

মাঠেই দিবালাকে ‘কিস’ করলেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৩৬ ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:৫৫ ২০ জানুয়ারি ২০২০

জুভেন্টাসে যোগ দেয়ার পর থেকেই দারুণ জুটি হিসেবে খেলে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও পাওলো দিবালা। শেষ ম্যাচে সিআর সেভেনের দুই গোলে পারমাকে ২-১ ব্যবধান পরাজিত করেছে জুভেন্টাস। এই জয়ে সিরি-আর টেবিলে শীর্ষে উঠে এসেছে তারা। তবে এ মাচে জুভদের জয় ছাপিয়ে আলোচনায় রোনালদো-দিবালার কিস!

ঘটনা ঘটেছে জুভেন্টাসের দ্বিতীয় গোলের পরপরই। ৫৮ মিনিটে দিবালার বাড়ানো বল পেয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগীজ সুপারস্টার রোনালদো। আসরে এটি তার ১৬তম গোল। দলকে এগিয়ে দেওয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে দিবালাকে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি। 

খেলার মাঝেই দুজনের চুমু খাওয়ার এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচিত। ভিডিওটি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ার পর ভক্তরা এর নাম দিয়েছে ‘এক্সিডেন্টাল কিস’!

ডেইলি বাংলাদেশ/এএল