Alexa মাটির নিচে ছয় কেজি গাঁজা, সহোদর আটক

মাটির নিচে ছয় কেজি গাঁজা, সহোদর আটক

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১০ ২১ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় একটি বাড়িতে মাটির নিচ থেকে ছয় কেজি গাঁজাসহ সহোদরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন- কালিয়া পৌরসভার বড়কালিয়া গ্রামের দুলাল জমাদ্দারের দুই ছেলে বিপ্লব জমাদ্দার ও অসীম জমাদ্দার।

রোববার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

সোমবার দুপুরে নিজ কার্যালয়ে নড়াইলের এসপি মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে আটকদের দেয়া তথ্যে বাড়ির উঠানের মাটির নিচ থেকে এক লাখ ৮০ হাজার টাকার গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর