মাটিরাঙ্গায় পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:১৭ ১৯ ফেব্রুয়ারি ২০২০ আপডেট: ২০:২৫ ১৯ ফেব্রুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে যুবককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. মাঈন উদ্দিন।
বুধবার দুপুরে উপজেলার তবলছড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও বিভীষণ কান্তি দাশ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তবলছড়িতে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন মাঈন উদ্দিন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে পাহাড় কাটবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর