Alexa মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি  ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:৪৬ ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ১৮:৪৭ ১৬ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

ছবি: ডেইলি ‍বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ির গোমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গার ইউএনও বিভীষণ কান্তি দাশ।

ইউএনও বিভীষণ কান্তি দাশ বলেন, দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ব্রিজের নিচে গোমতি নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে গোপন সূত্রে জানা যায়। এমন তথ্যে অভিযান চালিয়ে বালুদস্যু মো. আবদুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, গোমতি ইউপি পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, গোমতি ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/জেডআর