Alexa মাঝ আকাশে টিকটক ভিডিওতে মেতেছেন বিমানবালাসহ পাইলট! (ভিডিও)

মাঝ আকাশে টিকটক ভিডিওতে মেতেছেন বিমানবালাসহ পাইলট! (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৩:২০ ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৩:২২ ১৭ সেপ্টেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল টিকটক ৷ এই অ্যাপে ভিডিও তৈরি করার জন্য এখন পাগল তরুণ-তরুণীরা ৷ সেই ভিডিও শ্যুট বাদ যাচ্ছে না মাঝ আকাশেও ৷ আর সেটা শুধুমাত্র যাত্রীদের মধ্যে নয়, কেবিন ক্রু-রাও এখন টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত!

সম্প্রতি একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন বিমানসেবিকা বিমানের মধ্যেই মডেলিংয়ের বিভিন্ন ‘পোজ’ দিতে ব্যস্ত ৷ এই ধরণের ভিডিও যে একজন কেবিন ক্রু-র কাছে মোটেই কাম্য নয়, তা নিয়ে চিন্তা প্রকাশ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)৷

টিকটক ভিডিওতে পাইলট‘দ্য প্রিন্ট’ সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে একজন ডিজিসিএ অফিশিয়াল জানান, এই ধরনের ভিডিও একজন কেবিন ক্রু-র কাছ থেকে মোটেই কাম্য নয়৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য অধিকাংশ মানুষই এখন মরিয়া ৷ সেই তালিকায় বাদ যাচ্ছেন না বিমানসেবিকা বা বিমানের পাইলটও ৷

বিভিন্ন টিকটিক ভিডিওতে দেখা গিয়েছে বিমান ওড়াতে ওড়াতেই টিকটক ভিডিও শ্যুট করছেন পাইলট ৷ ককপিটে বলিউডের গানে মেতেছেন পাইলট ৷ যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি বিমানের ভিতর নিয়মানুবর্তিতা কতটা বজায় রাখা হচ্ছে, তা নিয়েও  প্রশ্ন উঠছে৷ ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/জেএমএস