Alexa মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না মফিজুলের

মাছ বিক্রি করে বাড়ি ফেরা হলো না মফিজুলের

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:৩৯ ১৩ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় মাছ বিক্রির টাকাসহ বাড়ি ফেরা হলো না মফিজুল নামের এক ব্যবসায়ীর। দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। শুক্রবার সকালে কয়রা-পাইকগাছা রোডের শিববাটি সেতুর সামনে নির্মাণাধীন কৃষি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মফিজুল তলফদার জেলার পাইকগাছার লক্ষী খোলার মহিউদ্দিন তলফদারের ছেলে।

পাইকগাছা থানার ওসি ইমদাদুল হক শেখ বলেন, খুলনা থেকে মাছ বিক্রির টাকা নিয়ে মফিজুল ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন। তবে ট্রাকটি কৃষি কলেজের সামনে এসে থেমে যায়। এ সময় পিছন থেকে পাথর বোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে মফিজুলের মৃত্যু হয়। তিনি বাগদা চিংড়ির ব্যবসায়ী ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ