Alexa মাছের বদলে জালে উঠলো শিশুর মরদেহ

মাছের বদলে জালে উঠলো শিশুর মরদেহ

টাঙ্গাইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৫:১২ ৩০ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাছের আশায় জাল ফেলেছিলেন জেলেরা। কিন্তু মাছের বদলে জালে উঠলো শিশু ভাবনার মরদেহ। পরে মরদেহ দেখে ভাবনার পরিবারকে জানায় জেলেরা। 

খবর পেয়ে বুধবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গার পৌলি নদী থেকে শিশুর মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। মৃত শিশু উপজেলার দশাকিয়া ইউপির নয়াপাড়া গ্রামের বাবু মিয়ার মেয়ে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় মাদরাসা থেকে বাড়ি ফিরছিল ভাবনা। সে সল্লা এলাকায় পৌলি নদী পার হতে খেয়া নৌকায় উঠে। নৌকাটি নদীর মাঝে এলে ভাবনা পানিতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে ভাবনার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে রাতেই উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ