Alexa মাগুরা আওয়ামী লীগ সভাপতি তানজেল মারা গেছেন

মাগুরা আওয়ামী লীগ সভাপতি তানজেল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:০৭ ২০ জানুয়ারি ২০২০  

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান

মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোরে মাগুরা সদর হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। 

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাদ আসর মাগুরা পিটিআই জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রয়াত এই আওয়ামী লীগ নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেইলি বাংলাদেশ/জাআ/টিআরএইচ