Alexa মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মাগুরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৫৪ ২৫ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরার শালিখার দিঘি গ্রামে রোববার দুপুরে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

আবু হুরায়রা ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে এবং দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র। 

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান, আবু হুরায়রা বাড়ির একটি কক্ষে মোবাইলের ব্যাটারি ও বিদ্যুতের তার নিয়ে খেলা করছিলো। এ সময় খেলার ছলে বিদ্যুতের তার একটি সকেটের মধ্যে ঢুকিয়ে দিলে সে বিদ্যুতায়িত হয়। 

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ডা. আব্দুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। 

ডেইলি বাংলাদেশ/জেএস