Alexa মাগুরায় দুদকের গণশুনানি

মাগুরায় দুদকের গণশুনানি

মাগুরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ২০:১২ ২১ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরা-যশোর দুদুক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গণশুনানি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুনানি হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্যা মোশারোফ হোসেনের সভাপতিত্বে গণশুনানিতে বক্তব্য রাখেন ডিসি আশরাফুল আলম, এসপি খান মুহাম্মদ রেজোয়ান, দুদকের খুলনা অঞ্চলের পরিচালক আব্দুল গফ্ফার, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদরের ইউএনও আবু সুফিয়ান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মাহাফুজুর রহমান খান প্রমুখ। 

ডিসি আশরাফুল আলমের সঞ্চালনায় ৪১টি লিখিত অভিযোগসহ বিভিন্ন অভিযোগের শুনানি হয়। 

প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অঙ্গীকারকে আরো সুদৃঢ় করবে দেশপ্রেম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই জিরো টলারেন্স ঘোষণার নীতিকে সমুন্নত রাখতে হবে। এজন্য অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ