Alexa মহেশপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

মহেশপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক

ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:৩৬ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরের সাড়াতলা মাঠ থেকে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন সাড়াতলার রবিউল ইসলামের ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাড়াতলা মাঠ এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেকে আটক করা হয়। 

তিনি আরো জানান, তার কাছ থেকে একটি দেশিয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিলো।

ডেইলি বাংলাদেশ/জেএস